এটা মুহম্মদ জাফর ইকবাল এর বই। ফারিহার গাড়িতে ছোটাচ্চুকে উঠানো হয়েছে। তবে আজকে ছোটাচ্চু বসেছে পেছেনের সিটে। তার চোখ একটা গামছা দিয়ে শক্ত করে বাধা, যেন সে কোনভাবেই দেখতে না পারে। তার একপাশে টুনি অন্য পাশে শান্ত, তারা শক্ত করে ছোটাচ্চুর হাত ধরে রেখেছে যেন ছোটাচ্চু হাত দিয়ে তার চোখের বাঁধন খুলে ফেলতে না পারে। গাড়ির সামনের সিটে ফারিহাপুর পাশে বসেছে ঝুমু খালা। ঝুমু খালা অনেক আপত্তি করেছে কিন্তু কেউ শুনে নাই। সবাই মিলে তাকে আবার মারদানা ম্যাডামের মতো সাজিয়ে দিয়েছে, তার কপালে টিপ আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক।
মার্ডার কেস
নানি ( কিংবা দাদি ) তার ছোট সোফায় বসে টেলিভিশন দেখছেন। ঝুমু খালা তার পায়ের কাছে বসে একই রকম উৎসাহে এই সিরিয়ালটি দেখছে। অত্যন্ত নাটকীয় একটা দৃশ্যের পর বাসন ধোওয়ার সাবানের বিজ্ঞাপন বিরতি, তখন ঝুমু খালা মাথা নেড়ে নানি ( কিংবা দাদি ) কে বলল, “বুঝলেন খালা এই বউরে বিশ্বাস করা যাবে না। ” সিরিয়ালটিতে এইমাত্র বাড়ির ছোট ছেলে বিয়ে করে নতুন বউ ঘরে এনেছে, তাকে কেন বিশ্বাস করা যাবে না নানি বুঝতে পারলেন না। জিজ্ঞেস করলেন “কেন? আমার তঁ মেয়েটাকে ভালই মনে হচ্ছে ।” ঝুমু খালা প্রায় আর্তনাদ করে বলল, “না খালা না, দেখছেন না বউয়ের বিলাইয়ের মতো চোখ? বিলাইয়ের মতো চোখ মানেই উপরে মধু ভিতরে বিষ।”
বাচ্চারা ছবি আকার একটা খেলা আবিষ্কার করেছে, কাগজটা অনেকগুলো ভাজ করে একজন একেক ভাবে তার ইচ্ছামত একটা জন্তুর ছবি আঁকে। অন্যরা সেটা দেখতে পারেনা, তাই ছবি আঁকা শেষ হওয়ার পর কাগজটা খুলে সেই বিদঘুটে জন্তুর ছবি দেখে সবাই হাসিতে গড়িয়ে পড়ে। টুনি তার সুযোগের জন্য অপেক্ষা করতে করতে নানী আর ঝুমু খালার কথা শুনছিল। সে ঝুমু খালার ব্যাখ্যাটাতে আপত্তি করে বলল “ঝুমু খালা মানুষের চোখ কখনো বিড়ালের মত হতে পারবেনা মানুষের পিউপিল গোল, বিড়ালের লম্বা।”
ঝুমু খালা ঝংকার দিয়ে বলল, ফালাও তোমার গোল আর লম্বা। তুমি আমারে বিলাই শিখাইবা! তুমি জীবনে বিলাইচোখা কয়টা দেখছো?
Specifications:
- Author: Muhammed Zafar Iqbal
- ISBN: 978-984-96182-9-4
- Publisher: Ekushey Printers
- Book Type: Used
- Book Condition: Almost New
Reviews
There are no reviews yet.